শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ৭শত পাঁচ পিচ ইয়াবাসহ হাসান কাজী(২৮) নামের এক যুবককে আটক করেছে শিবচর থানা পুলিশ।
শুক্রবার(১৪ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের হাজী ওমর আলী বেপারীকান্দি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হাসান ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এলাকার কুদ্দুস কাজীর ছেলে।
শিবচর থানা পুলিশ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানা পুলিশ জানতে পারে যে, ওই এলাকার মৃত আলতাফ খাঁ (আটককৃত ব্যক্তির শ্বশুর) এর বাড়িতে মাদক কেনাবেঁচা হচ্ছে। এমন খবর পেয়ে শিবচর থানার উপ-পরিদর্শক মোদাচ্ছের আলী ও রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে হাসান কাজীকে আটক করে। পরে তল্লাশী চালিয়ে তার কাছে থাকা ৭০৫ পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের ১৯ হাজার টাকা জব্দ করা হয়।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আনিসুর রহমান বলেন,’গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আমরা আটক করতে সক্ষম হই। তার কাছ থেকে ৭০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে শিবচর থানায় মামলা দায়ের হয়েছে।’