মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে অপহরণ, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, মাদকসহ একডজন মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী হাকিম বেপারীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকালে জেলা শহরের পুরান বাজার এলাকা থেকে হাকিমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাকিম সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মৃত সোলাইমান বেপারীর ছেলে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সততা নিশ্চিত করেন।
তিনি জানান, অপহরণ বিস্ফোরক দ্রব্য, হত্যাচেষ্টা, মাদকসহ একডজন মামলার হাকিম বেপারী দীর্ঘধরে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। হাকিমকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন মামলার চার্জশিট শিগগিরই আদালতে জমা দেয়া হবে।