মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা (১৩ আগষ্ট) অনুষ্ঠিত হয়েছে।
মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে ২০২২ সালের জুলাই মাসের শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার নির্বাচিত হয়ে জেলা পুলিশ সুপার হাত থেকে শুভেচ্ছা স্মারক এবং নগদ অর্থ পুরস্কার গ্রহন করেন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার
এস আই আবুল কাশেম খাঁন।
পুরুস্কার পাওয়ার পরে এস আই মোঃ আবুল কাশেম খাঁনএর সাথে
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমাকে মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করায় পুলিশ সুপার মহোদয়সহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করছি। এ স্বীকৃতি আগামীতে আরোও ভালো কিছু করার উৎসাহ এবং দেশ ও জনগনের কল্যানে কাজ করতে আমাকে আরও বেশি অনুপ্রেরণা যোগাবে।”

উক্ত সভায় পুলিশ সুপার উপস্থিত পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, আইন শৃংখলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, বিট পুলিশিং এবং জুলাই/২০২২ খ্রিঃ মাসের গুরুত্বপূর্ণ মামলাসমূহের রহস্য উদঘাটন ও তদন্ত কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। তদন্তের মান বৃদ্ধি এবং তদন্তে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে পুলিশ সুপার মহোদয় দায়িত্বপ্রাপ্ত সকল কর্মকর্তা’দের দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এসআই আবুল কাশেম খাঁন, ৩৭ তম আউট সাইড ক্যাডেটে (নিঃ) প্রশিক্ষন নিয়ে চাকুরীতে যোগদানের পর থেকে অদ্যবধি মাদারীপুর জেলায় মাদকের বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছেন। উদ্ধর্তন কর্তৃপক্ষের আদেশে মাদকের সাথে তিনি কোন আপোষ না করে মাদককে কঠোর হাতে দমনের নিরলস চেষ্টা করে যাচ্ছেন।