মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে মোড়কে লেখা বাইরে, বেশি দামে চার্জার ফ্যান বিক্রি করার অভিযোগে ওয়ালটন কোম্পানিকে (ওয়ালটন প্লাজাকে) ৫০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে শহরে পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ‘ওয়ালটন প্লাজায়’ এ এই অভিযান চালায় জেলার জাতীয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসসহ তার প্রতিনিধিরা।
ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর-এর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে ওয়ালটন প্লাজায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, একটি চার্জার ফ্যানের মূল্য মোড়কে ৪১০০ টাকা লেখার পরেও তারা ৪৬৮০ টাকায় বিক্রি করছে। যা ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের মধ্যে পার্থক্য বেশি। পরে এ ওয়ালটন প্লাজাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও সতর্ক করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণের পক্ষ থেকে ভোক্তাদের অধিকার আদায়ে আমাদের এ অভিযান সব সময় অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এর আগে গত সোমবার ভুইয়াবাড়ি মোড় এলাকায় অবস্থিত ওয়ালটনের শো-রুমকে একই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।