শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আহাদ মুন্সী নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার(১ জুলাই) সকাল ১০ টার দিকে পৌর সভার নলগোড়া এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
সাত বছর বয়সী নিহত আহাদ মুন্সী উপজেলার হাজীকান্দি গ্রামের ইসকান মৃধার ছেলে।
জানা গেছে, সকালে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামলে সবার অলক্ষ্যে পানিতে তলিয়ে যায় শিশু আহাদ মুন্সী। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন জানান,’পানিতে ডুবে শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। “