শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচর থেকে বিপুল পরিমান চোরাই মালামাল উদ্ধার করেছে ডিএমপির পুলিশের একটি দল। এ সময় শিবচর থানা পুলিশও উপস্থিত ছিলেন।
শনিবার(২৩ জুলাই) দুপুরে উপজেলার উৎরাইল হাট সংলগ্ন একটি গোডাউন থেকে এসকল মালামাল উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, এস.কে গ্রুপের বিদেশ থেকে আনা অটোরিক্সার যন্ত্রাংশসহ বিভিন্ন যন্ত্রাংশ ও নানা রকম পন্যের বড় একটি চালান চট্টগ্রাম বন্দর থেকে চুরি যায়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ মালামাল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল দশটার দিকে ডিএমপি পুলিশের একটি দল উপজেলার উৎরাইল হাটের পাশে শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারের ভাড়া দেওয়া একটি গোডাউন ঘর ঘিরে রাখে। পরে অভিযান চালিয়ে ঘর থেকে চুরি যাওয়া বিপুল পরিমান পন্য উদ্ধার করেন তারা। এ সকল পন্য বিদেশ থেকে এস.কে গ্রুপ নামের ঢাকার একটি প্রতিষ্ঠান আমদানি করতো। চট্টগ্রাম বন্দর থেকে তাদের মালামাল হারিয়ে যায়।

শিরুয়াইল ইউনিয়ন পরিষদের দুই নং ওয়ার্ড সদস্য কাজী রিপন বলেন,’এই ঘরে অনেক দিন থেকেই বিভিন্ন মালামাল রাখা হতো। এবং বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করা হতো। কিন্তু আজ দেখলাম এগুলো চুরি করে এনে রাখা হতো। ঘরটি সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদারের।
এদিকে শিরুয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুরাদ হাওলাদার হজ্বের উদ্দেশ্যে সৌদি আরব অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
শিবচর থানার নিলখী পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. হিমেল বলেন,’ঢাকার এসকে কোম্পানি নামের একটি কোম্পানির মালামাল চুরি করে এনে এখানে রাখা হয়েছিল। এরপরে ফরিদপুরের ভাঙ্গায় বিক্রি করতে গিয়ে দুইজন আটক হয়। তাদের দেয়া তথ্যমতেই ডিএমপি পুলিশ অভিযান চালিয়ে মালামাল উদ্ধার করে। এর আগে ডিএমপিতে এ বিষয়ে মামলা করেন এসকে গ্রুপ।
তিনি আরো বলেন, ‘ডিএমপিতে(ঢাকা মেট্রো পলিটন পুলিশ) মামলা হয়েছিল এ বিষয়ে। পুরো বিষয়টি তারাই দেখছে। আমরা উদ্ধারের সময় উপস্থিত ছিলাম।’