মাদারীপুর প্রতিনিধিঃ
দু’চোখে টলমল করছিল পানি, তবুও স্নিগ্ধ হাসি দিয়ে সকলের কাছ থেকে বিদায় নিলেন ইউএনও মো. আসাদুজ্জামান।আগামীকাল। বদলীজনীত কারনে আগামীকাল ঢাকার আগারগাঁওএ পরিকল্পনা মন্ত্রনালয়ে যোগদান করবেন তিনি।এর আগে গত ২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারী তিনি উপজেলা নির্বাহী অফিসার পদে শিবচরে যোগদান করেন।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ইলিয়াছ আহমেদ চৌধুরী হলরুমে শিবচর উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত ইউএনও’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেলো এমন হৃদয় বিদারক চিত্র। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করলেন মো. রাজিবুল ইসলাম।
শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান আতাহারের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও বিদায়ী ইউএনও মো. আসাদুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংগঠন ফুল ও ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জানান ইউএনও মোঃ আসাদুজ্জামানকে। এ সময় নবযোগদানকৃত ইউএনও মোঃ রাজিবুল ইসলামকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসএম মাহাতাবউদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো আসাদুজ্জামান , নতুন ইউএনও রাজিবুল ইসলাম , শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, আওয়ামীলীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খানপ্রমুখ।
এসময় শিবচর উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ অনেকেই উপস্থিত ছিলেন।