শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে বেশি দামে তেল বিক্রি ও মজুদ করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৬ মে) দুপুর ১ টার দিকে শিবচর পৌর বাজারে মাদারীপুর জেলার ভোক্তা অধিকারের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌসে নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
এসময় তীর সয়াবিন তেল কোম্পানির পরিবেশক মেসার্স সাকিল স্টোরের মালিক সামসুল আলমকে ৫০ হাজার জরিমানা করা হয়।এসময় তার মালিকানাধীন তেলের গুদাম থেকে ২ হাজার ৯ শত ১৮ লিটার তেল জব্দ করে।পরে জব্দকৃত সয়াবিন তেল তার উপস্থিতিতে সরকার নির্ধারিত দামে স্থানীয় ক্রেতাদের মাঝে বিক্রি করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শিবচর বাজারে এক ব্যবসায়ী অতিরিক্ত তৈল মজুদ করছে ও বেশি দামে বিক্রি করছে।পরে আমরা সেখানে অভিযান পরিচালনা করি।এসময় তার গোডাউনে ২,৯১৮ লিটার তৈল পাই।পরে তাদের জরিমানা করি।
তিনি আরও বলেন, নির্ধারিত মূল্যে তেল বিক্রি ও মজুত না করার নির্দেশসহ কেউ যাতে তেল মজুত করে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করতে পারে এবং বেশি দামে তেল বিক্রি না করতে পারে সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
এসময়ে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ ফজলুল হকসহ শিবচর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।