শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুরের শিবচরে সন্ত্রাস,জঙ্গিবাদ ও মাদক বিরোধী স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) সকাল ১০ টা থেকে শিবচর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মশহুর রহমান খন্দকার,শিবচর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম রাকিবুল হাসান, মাদারীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের
উপ পরিচালক মইনূল আহসান।
শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কৃষ্ণ মালাকারের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিভিন্ন যুব ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।