শিবচর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৩ মার্চ স্বাধীনতার সূবর্নজয়ন্তী উদযাপন, মুক্তির উৎসব ও সুবর্নজয়ন্তী মেলা, ২৫ মার্চ গনহত্যা দিবস,২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে শিবচর উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান আতাহার বেপারি, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার, শিবচর থানা ইনচার্জ অফিসার মিরাজ হোসেন, পৌর মেয়র আওলাদ হোসেন খান, উপজেলা প্রশাসনেরে বিভিন্ন দপ্করের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজে প্রধান শিক্ষকসহ অন্যন্নরা।