করোনা সক্রামন মোকাবেলায় প্রশাসনের নির্দেশে দেশের সকল হাট বাজার ও সাপ্তাহিক হাট বন্ধ থাকলেও তা মানছেন না অনেকেই।
প্রশাসনের চোখ ফাকি দিয়ে প্রায়ই মিলছে বিভিন্ন হাট বাজার।
শুক্রবার দুপুরে বন্দরখোলা ইউনিয়নের কাজির শুরা বাজারে হাট বসেছে এমন খবর পেয়ে শিবচর থানা পুলিশের উপ পরিদর্শক তাপসের নেতৃত্বে পুলিশের একটি মোবাইল টিম বন্দরখোলার কাজিরশুরা বাজারে পৌছান। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্থায়ী ও অস্থায়ী দোকানপাট সব বন্ধ করেন দোকানদারেরা।
এসময় পুলিশ স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে করোনা সংক্রমনে সচেতনারর বার্তা দিয়ে সরকারি নির্দেশনা মোতাবেক হাট বন্ধ করে দেয় এবং সকলকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করেন।