গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন,”আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু পাচ্চর এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।”
শিবচর ( মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে গনউন্নয়ন সমবায় হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর ) স্থানীয় বেসরকারী সংস্থা গনউন্নয়ন বহুমুখী সমবায় সমিতির আয়োজনে সকাল ৮ টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পাচ্চর বাজারে গন উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে মেডিসিন, ডায়াবেটিস,রক্তের গ্রুপ নির্নয়,হেপাটাইটিস বি ভাইরাস পরিক্ষা, জন্ডিস পরিক্ষাসহ বিভিন্ন বিষয়ে প্রায় ২ শত অসহায়, দরিদ্র রোগীকে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হয়।পাশাপাশি তাদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ফ্রি চিকিৎসা নিতে সকাল থেকে আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ ভিড় করেন। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চিকিৎসা দিতে বিভিন্ন হাসপাতালের ২ জন ডাক্তার নিয়োজিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়াসহ গন উন্নয়ন হাসপাতাল ও সমবায় সমিতির বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গন উন্নয়ন সমবায় হাসপাতালের চেয়ারম্যান আবুল হাশেম মিয়া বলেন,আমাদের হাসপাতালের উদ্দেশ্য গন মানুষের সেবা করা।সবসময়ই যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। শুধু পাচ্চর এলাকায় নয়, পুরো উপজেলায় এর পরিধি ছড়িয়ে দেয়ার আহবান জানান তিনি।