শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
পঞ্চম ধাপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে শিবচরে দুইটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামীকাল বুধবার( ৫ জানুয়ারি )।ইতোমধ্য নির্বাচনের সকল উপজেলার সকল প্রস্তুতি সম্পূর্ন করেছেন উপজেলা প্রশাসন।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান , রির্টানিং অফিসার খন্দকার মাকসুদুর রহমানসহ উপজেলার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়,দুইটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ২১ জন এবং সাধারণ সদস্য পদে ৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচনে তিনটি ইউনিয়নে ২৫ হাজার ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ী ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ৪ জন এবং বন্দরখোলা ইউপিতে ৭ জন। প্রার্থীদের মধ্যে কাঁঠালবাড়ি ইউপিতে ইলিয়াছ আকন (হাতপাখা), মোতাহার হোসেন ব্যাপারী (মোটরসাইকেল), মোহসেন উদ্দিন (আনারস) ও সেলিম হাওলাদার (চশমা) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বন্দরখোলা ইউপিতে আব্দুর রাজ্জাক হাওলাদার (হাতপাখা) আব্দুর রহমান খান (ঘোড়া), নিজাম উদ্দিন আহমেদ (অটোরিকশা), মোহাম্মদ আজহারুল ইসলাম (টেলিফোন), মোহাম্মদ নবেল শিকদার (আনারস), ফয়জল খান (চশমা) ও মিজানুর রশিদ শিকদার (মোটরসাইকেল) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া ভোটে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে আজ সকাল থেকে মাঠে নেমেছে বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটের পরেও এক দিন পর্যন্ত মাঠে থাকবে তারা।এছাড়াও নির্বাচন সুষ্ঠু করতে ৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাকসুদুর রহমান বলেন, ‘ভোট নেয়ার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। আশা করছি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। ভোটে কারো কোন অবহেলা মেনে নেয়া হবে না।’
মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন,আগামীকালের নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।কিছুক্ষণের মধ্য (দুপুরে) মালামাল কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।আমরা সজাগ রয়েছি। পর্যাপ্ত আইন স্মৃঙ্খলাবাহীনির সদস্যসহ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোতায়েন করা হয়েছে।”