প্রতিনিধি শিবচরঃ
বর্ণাঢ্য আয়োজনে শিবচরে বরহামগঞ্জ ললিত কলা একাডেমির ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে স্থানীয় চৌধুরী ফিরোজা বেগম মুক্ত মঞ্চে একাডেমির কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান। পরে একাডেমির ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একাডেমির প্রতিষ্ঠাতা আবুল খায়ের খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সভাপতি ও খানকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মাওলা, শেখ ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যান সমিতির সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রবিউলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,সাংবাদিক, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকেরা।