মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আগামী ১১ ডিসেম্বর থেকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
৫টি উপজেলার ১ হাজার ৫১৬টি কেন্দ্রে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৭৪ হাজার ১৫০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্ধারিত স্থানগুলোয় এ ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা এসব কথা জানানো হয়।
সভায় জেলা সিভিল সার্জন মুনীর আহম্মদ খান জানান, ৬ মাস থেকে ১১ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রত্যেক শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ভিটামিন এ ক্যাপসুল শিশুদের রাত কানা রোগ থেকে নিরাপদ রাখা ছাড়াও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকাসহ অন্যান্য রোগ প্রতিরোধে সাহায্য করে।
সভায় সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা এম এম খলিলুজ্জামান, মাদারীপুর প্রেসক্লাসের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহাবুবুর রহমান, সাধারণ সম্পাদক এস এম আরাফাতসহ জেলার গণমাধ্যমকর্মীলা উপস্থিত ছিলেন।