 
							
							 
                    মাদারীপুর প্রতিনিধিঃ
সারা দেশে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে মাদারীপুরে ১০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত বলে জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে জানানো হয়েছে।
আজ সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলে সাড়ে ১১টা পর্যন্ত। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নিতে দেখা যায়।জেলার ২৩টি পরীক্ষাকেন্দ্রে দুই হাজার ৮২৮ জন পরীক্ষার্থীর বিপরীতে অংশ নেয় দুই হাজার ৭২৪ জন।
মাদারীপুরে জেলা প্রশাসনের শিক্ষা শাখার অফিস সহকারী (কাম কম্পিউটার অপারেটর) মো. আসাদুর রহমান জানান, জেলায় মোট এইচএসসি পরীক্ষার সংখ্যা ছিল সাধারণ শাখায় এক হাজার ৫২২ জন, সেখানে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৪৯৭ জন। অনুপস্থিত থাকে ২৫ শিক্ষার্থী।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে ৯৪৫ জন পরীক্ষার্থীর অংশগ্রহণ করার কথা থাকলেও সেখানে উপস্থিত ৮৭০ জন, অনুপস্থিত থাকে ৭৫ শিক্ষার্থী।
অপরদিকে বিজনেস ম্যানেজমেন্ট শাখায় ৩০৮ জন পরীক্ষার্থীর বিপরীতে অংশ নেয় ৩০৫ জন, অনুপস্থিত ৩ শিক্ষার্থী।
এছাড়া ভোকেশনাল শাখা থেকে ৫৩ জন অংশ নেয়ার কথা থাকলেও শুধুমাত্র একজন অনুপস্থিত ছিল, এখানে অংশ নেয় ৫২ পরীক্ষার্থী।