 
							
							 
                    প্রতিনিধি শিবচরঃ
বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে নিষেধ অমান্য করে ট্রলারে যাত্রী পারাপারের অভিযোগে দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার(৩০ অক্টোবর) সকালে শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এ সাজা দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার পশ্চিম শিমুলিয়া এলাকার তৈয়ব খানের ছেলে মনির খান (৩১) ও মো. মহসিন খান (২৪)।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ফেরি বন্ধ থাকায় ট্রলারে মোটরসাইকেল পারাপার করছে এক শ্রেনির ট্রলার চালক। দিনের পাশাপাশি সন্ধ্যার পরও নৌপথে ট্রলার চলাচল করছে। ট্রলারগুলো কাঁঠালবাড়ী ঘাট থেকে মোটরসাইকেল ও যাত্রী নিয়ে শিমুলিয়া ঘাটে যাওয়া-আসা করছে। এমন খবর পেয়ে শুক্রবার (২৯ অক্টোবর) রাত সোয়া ১০টায় কাঁঠালবাড়ি ট্রলার ঘাটে অভিযান চালায় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান। অভিযানে ট্রলারে যাত্রী ও মোটরসাইকেল বহন করার অপরাধে দুজনকে ট্রলারঘাট থেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের দুজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ইউএনও।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান,’কাঁঠালবাড়ী ঘাট থেকে ট্রলারে করে মোটরসাইকেল পার করা হচ্ছে এমন খবর পেয়ে আমরা অভিযান চালাই। রাত সোয়া ১০টায়ও অনেক মানুষ ও মোটরসাইকেল পারাপার হচ্ছে। আমরা হাতেনাতে দুজনকে ধরেছি। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭দিনের কারাদণ্ডও দিয়েছি। ঘাটে এসব অবৈধ ট্রলার বন্ধে আমরা এবার কঠোর অবস্থানে আছি।’