প্রতিনিধি শিবচরঃ
শিবচর পৌর বাজারে টিনের চালা কেটে ২ দোকানে দূধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরচক্র নগদ টাকাসহ ২ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।
মঙ্গলবার দিবাগত রাতে শিবচর পৌর বাজারের টিএন্ডটি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দোকান মালিকেরা জানান, বাজারের লাল মিয়া খন্দকার মার্কেটের মুদি ব্যবসায়ী হুমায়ুন মোড়লের মালিকানাধীন মোড়ল স্টোরের প্রথমে টিনের চালা কেটে তারপর হার্ডবোডের সিলিং কেটে ভিতরে প্রবেশ করে চোরচক্র। এসময় চোরচক্র দোকানে থাকা ব্যানসন, গোল্ডলিফ সিগারেট, সয়াবিন তৈলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময় চোরচক্র একই কায়দায় পাশের মো: আবু হুরায়রার মালিকানাধীন আল মদিনা মোবাইল সেন্টারের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এসময় চোরচক্র দোকানের ক্যাসবাক্সে থাকা নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও প্রায় ৫ হাজার টাকার বিভিন্ন কোম্পানীর মোবাইল রিচার্জ কার্ড চুরি করে নিয়ে যায়।
পরে বুধবার সকালে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দোকান খোলার পর চুরির বিষয়টি টের পেয়ে শিবচর থানায় খবর দিলে পরে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।