মাদারীপুর প্রতিনিধি:
সারাদেশে সংখ্যালঘুদের বাড়িঘর ও মন্দিরে হামলার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানবববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা ইস্কন মন্দির ও জাতীয় হিন্দু মহাজোটের আয়োজনে এতে অংশ নেয় ৫টি উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় বক্তারা সম্প্রতি কুমিল্লা, নোয়াখালী, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর ও মন্দিরে আগুন দেয়ায় তীব্র প্রতিবাদ জানান। পাশাপাশি এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানান তারা।
এর আগে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা পূজা উপযাপন পরিষদের আয়োজনে শহরের স্বাধীনতা অঙ্গনে চলে গণঅনশন। এতে কয়েকশ’ নারী-পুরুষ অংশ নেন। পরে সেখান থেকে বের হয় একটি মৌনমিছিল।