প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুর জেলার শিবচরের পদ্মানদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের অপরাধে ৬ জেলেকে আটক করেছে পুলিশ।
সোমবার(১৮ অক্টোবর) বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত পদ্মা নদীর শিবচর উপজেলার কাঠালবাড়ি, বন্দরখোলা ও চরজানাজাত এলাকার পদ্মা নদীর বিভিন স্থানে অভিযান চালানো হয়।
মাদারীপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুজ্জামান হিমু’র নেতৃত্বে উপজেলা মৎস্য দপ্তর, শিবচর থানা ও নৌপুলিশ এ অভিযানে অংশ নেয়।
উপজেলা মৎস অফিস সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৩ টা থেকে রাত ৮ পর্যন্ত ৫ ঘন্টার অভিযানে পদ্মা নদী থেকে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় ১২ হাজার ৩শত মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত ৬ জেলেকে ৭ দিনের কারাদন্ড দেন। জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এবং মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান,’মা ইলিশ রক্ষায় প্রতিদিনই পদ্মায় অভিযান চলছে। আমাতের উদ্দেশ্য জেলেদের জেল দেওয়া না।ইলিশ শিকার নিষিদ্ধ সময়ের শেষ দিন পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।’