খালিদ জিহাদ খান,শিবচর করেসপন্ডেন্টঃ
সৌদি আরবে কর্মরত অবস্থায় ব্রয়লার বিস্ফোরনে মাদারীপুর জেলার শিবচরের মো. সোহেল শিকদার(৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার(১৯ সেপ্টেম্বর) রাতে তার মৃত্যুর খবর বাড়িতে আসে। এর আগে রবিবার সকাল দশটার দিকে সেখানকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করা অবস্থায় ব্রয়লার বিস্ফোরন ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে তার মৃত্যু হয়। নিহত সোহেল শিকদারের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৮ বছর ধরে সৌদি আরবে থাকেন সোহেল শিকদার। সেখানকার আল কাসিম এলাকার একটি কনস্ট্রাকশন কোম্পানিতে তিনি কাজ করতেন। আগামী ২৫ সেপ্টেম্বর ছুটিতে দেশে আসার কথা ছিল তার। গত রোববার ছিল শেষ কর্মদিবস। সকালে কাজে যাওয়ার পর বাংলাদেশ সময় সকাল দশটার দিকে দূর্ঘটনা ঘটলে গুরুতর আহত হয় সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। নিহত সোহেল শিবচরের পাঁচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক শিকদারের ছেলে।
নিহত সোহেলের বাবা রাজ্জাক শিকদার বলেন,’আর পাঁচদিন পরেই দেশে আসার কথা ছিল সোহেলের। গতকাল(রবিবার) কোম্পানিতে শেষ কাজ ছিল। অথচ আমার বাবা আর নাই।’
নিহতের স্ত্রী রুবিনা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন,’আমার ছেলেমেয়ে পথ চেয়ে আছে বাবার। বাবা আসবে। আর দেখা হলো না। ছেলেমেয়ে বাবা বলে ডাকতে পারলো না।’
নিহতের মামাতো ভাই আতিকুর রহমান পাভেল বলেন,’সোহেল আমার ফুপাতো ভাই। ৮/৯ বছর ধরে সে বিদেশ করছে। আগামী শনিবার(২৫ সেপ্টেম্বর) তার বাড়ি আসার কথা ছিল।’
আব্দুর রাজ্জাক শিকদারের ২ ছেলে ও ৪ মেয়ের মধ্যে সোহেল চতুর্থ। নিহত সোহেল মৃধার সাত মাস বয়সী মেয়ে ও ৪ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে। তিনি গত দেড় বছর আগে বাড়ি এসেছিলেন।
নিহতের পরিবারের দাবি দ্রুত তার লাশ দেশে আনার ব্যবস্থা করা হোক।