শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি ও ইউনিক আইডি নম্বর প্রদান কার্যক্রমের তথ্যছক পূরন ও অনলাইন সফটওয়ার বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা। বৃহস্পতিবার(২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় হলরুমে দুই শিফটে উপজেলার ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।
জানা গেছে, এস্টাবলিশমেন্ট ইন্টিগ্রেটেড এডুকেশনাল ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (আইইআইএমএস) প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের প্রোফাইল, ডেটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক মো. শহিদুল ইসলাম এবং শিবচর উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. আসাদুর রহমান