সিনিঃ ষ্টাফ করেসপন্ডেন্টঃ
শিবচরের দত্তপাড়া ইউনিয়ন পরিষদের দায়িত্ব নিলেন নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যরা।
শনিবার (৩১জুলাই ) বেলা ১১ টার দিকে মসজিদে মিলাদ ও দোয়া মোনাজাতের মাধ্যমে ৩য় বারের মতো দত্তপাড়া ইউনিয়ন পরিষদের নতুন দায়িত্ব হাতে নেন চেয়ারম্যান মুরাদ মিয়া, ও নব নির্বাচিত সদস্যরা।
এ সময় মোনাজাতে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ূ কামনা ও জাতীয় সাংসদ জাতীয় সংসদের মাননীয় চীফ হুইপ জননেতা নুর-ই- আলম চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী সহ শিবচরের নেতা কর্মীদের সু-স্বাস্থ্য কামনা করা হয়।
মোনাজাত শেষে চেয়ারম্যান নবনির্বাচিত সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদে ১ম সভা করেন।
সভায় নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদ মিয়া ইউনিয়নবাসীর উন্নয়নে সম্মিলিত সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে জনগন ও নির্বাচিত সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের কাজ করে যাওয়ার আহ্বান জানান।
নবনির্বাচিত চেয়ারম্যান মুরাদ মিয়া তার বক্তব্যে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করেন জাতীয় চার-নেতা এবং মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা-বোনকে। এছাড়াও তিনি গভীর বেদনার সঙ্গে স্মরণ করেন ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘৃণ্য হত্যাকাণ্ডের। এছারাও তিনি নির্বাচনে তাকে মূল্যবান ভোট দিয়ে বিপুলভোটে বিজয়ী করে টানা ৩য় বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করার জন্য তিনি ইউনিয়নের জনগনকে আন্তরিক ধন্যবাদ জানান।পাশাপাশি মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া আদায় করেন।
এছাড়াও তিনি তার বক্তব্যে শিবচরের মাটি ও মানুষের অহংকার, যার প্রচেষ্টায় শিবচরে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নুর-ই আলম চৌধুরী এমপিকে ধন্যবাদ জানান ।এবং সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য তিনি ইউনিয়নবাসী, জেলা প্রশাসক,জেলা পুলিশ বিভাগ,উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কমিশন, নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীর সকল সদস্যের ও জেলা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানন।
এসময় ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।