শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় শিবচর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিরাজ হোসেনকে জেলার শ্রেষ্ঠ অফিসার হিসাবে নির্বাচিত করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) দুপুরে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ দমন সভায় জেলার শেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
জেলার মধ্যে শিবচর থানায় মাদক, অস্ত্র, ওয়ারেন্ট তামিলসহ অপরাধ দমনে দক্ষতার ভূমিকা পালন করায় তাকে পুরুস্কৃত করা হয়।এসময় এসপি গোলাম মোস্তফা রাসেল ওসি মোঃ মিরাজ হোসেনকে তার পুরস্কারটি তুলে দেন।
জানা যায়, শিবচর থানা এলাকাটি একটি বড় থানা। ঘনবসতিপূর্ণ এই থানায় ২০২০ সালের ০৩ ডিসেম্বর ওসি হিসেবে মোঃ মিরাজ হোসেন যোগদান করেন। এরপর থেকে আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির পথে হাঁটতে শুরু করে। চিরুনি অভিযান চালিয়ে তালিকাভুক্ত সন্ত্রাসী, এক ডজন ডাকাত, মাদক ব্যবসায়ীদের পর্যায়ক্রমে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।
বিষয়ে শিবচর থানা অফিসার ইনচার্জ মো. মিরাজ হোসেন বলেন- শ্রেষ্ঠ ওসি সম্মাননা ক্রেস্টটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার সকলেই।
মাসিক অপরাধ দমন সভায় ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি ও এ্যাডমিন) চাইলাউ মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) এহসানুল করিম ভুইয়াসহ অন্যান্নরা উপস্থিত ছিলেন।