শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে নব নির্বাচিত ১৩টি ইউনিয়ন পরিষদের সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২৭ জুলাই) দুপুর ১২ টার দিকে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম ক্যাম মাল্টিপারপাস হল রুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন,মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী ও শিবচর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ মোল্লা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা আওয়ামিলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, শিবচর উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক ডা.মো সেলিম,শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান, শিবচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার,উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ ১৯ ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানগণ।
অনুষ্ঠানে শিবচর উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত ১১৭ জন সাধারন সদস্য ও ৩৯ জন সংরক্ষিত সদস্য উপস্থিত হয়ে শপথ গ্রহন করেন
উল্লেখ্য, গত ২১ জুন, মাদারীপুরের শিবচর উপজেলার দলীয় প্রতীক ছাড়া ১৩ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।