কালকিনি করেসপন্ডেন্টঃ
কালকিনিতে অপহরনের ৫দিন পরে একটি খাল থেকে মোয়াজ্জেম সরদার (৪২) ও মোকসেদা বেগম(৩৪) নামে এক দম্পতির হাত-পাঁ বাধা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহত মোয়াজ্জেম কালকিনি উপজেলার আলীনগর এলাকার রাজাচর গ্রামের মফছের সরদারের ছেলে।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে ওই এলাকার হাবিব বেপারীর বাড়ির পাশের একটি খালে থেকে তাদের দুজনের লাশ উদ্ধার করা হয়।এ লাশ উদ্ধারের খবরে ওই এলাকায় মুহুর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে,গত সোমবার পরিবারের সকলের সাথে রাতের খাবার খাওয়া শেষে সবাই ঘুমানোর জন্য যার যার ঘরে চলে যায়। কিন্তু সকালে তার ছেলে মেয়েরা তাদের পিতামাতার থাকার ম ঘরেটির দরজা খোলা পায়, এবং তার বাবা মা কেউকে ঘরে দেখতে পায়নি। পরিবারের সকলের ধারনা রাতেই চেতনানাশক ঔষধ খাইয়ে অজ্ঞান করে অপহরণ করা হয়েছে ।পরে সকাল থেকে অনেক খোঁজ খবর নিয়ে কোথাও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে এই ঘটনায় কালকিনি থানায় একটি মামলা করা হয়। পরে আজ বাড়ির লোকজন অনেক খোজাঁখুজি শেষে খালের কচুরী পানার ভেতর তাদের দুজনের লাশ দেখতে পেয়ে কালকিনি থানা পুলিশকে খবর দেন।পরে পুলিশ এসে মরদেহ দুইটি উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ নান্নু বলেন, নিহত মোয়াজ্জেম একটি লুট মামলার সাক্ষী ছিলেন। হয়তবা এর জের ধরেই এ ঘটনা ঘটতে পারে।
এব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আশফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে নিহত দুজনের হাত পা বাধা লাশ উদ্ধার করেছি। ময়না তদন্তের পর বলা যাবে কিভাবে হত্যা করা হয়েছে