ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধারের পর তার পরিচয় জানতে তৎপর থানা পুলিশ।
শনিবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানায় উপপরিদর্শক আবদুল্লাহ হেল বাকি।
পুলিশ সূত্রে জানা যায়,শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার ভাংগা থানাধীন ঢাকা-ফরিদপুর মহাসড়কের নওয়াপাড়া বাসস্ট্যান্ড নামকস্থানে মহাসড়কের উপড়ে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় অজ্ঞাতনামা মহিলা বয়স অনুমান ৪০ বছর মহাসড়কের উপড়ে পড়ে গেলে ভিকটিমের শরীরের উপড় দিয়ে অসংখ্য যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়।
মহিলার পড়নে সাদা-কালো রং মিশ্রিত প্রিন্টের সালোয়ার এবং কালো রংয়ের কামিজ পরিহিত। মৃতদেহ ছিন্নভিন্ন হওয়ায় ছবি দেওয়া সম্ভব হইল না।
বর্তমানে মরদেহটি ভাঙ্গা হাইওয়ে থানায় রয়েছে।
তবে ব্যক্তিটির কোন স্বজন যোগাযোগ না করায় মরদেহের পরিচয় জানা যায়নি। কোন সহৃদয়বান ব্যক্তি উক্ত মহিলার পরিচয় জানতে পারলে অফিসার ইনচার্জ ভাংগা হাইওয়ে থানা, ফরিদপুর; মোবাইল নং- ০১৩২০১৮৪১২৬ অথবা এসআই(নিঃ) মোঃ আব্দুল্লাহেল বাকী, মোবাইল নং- ০১৭৩৫৭৫০৬৬৫ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
Leave a Reply