শিবচরে মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে একটি দোকানের সাটারের তালা ও ক্যাশ বাক্সের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬ টার দিকে শিবচর উপজেলার শেখপুর বাজারের মেইন রোডে শামীম মোল্লার মালিকানাধীন মোল্যা কনফেকশনারি ও বিকাশের দোকানে এ চুরির ঘটনা ঘটে।এতে প্রায় নগদ আড়াই লক্ষ টাকা চুরি হয়েছে বলে জানান দোকানদার।
ভুক্তভোগী দোকানদার জানায়,” প্রতিদিনের মত মাগরিবের নামাজ পড়তে যান তিনি।এসময় দোকান বন্ধ করে যান।নামাজ শেষ করে এসে দেখেন দোকানের সাটার খোলা। পরে ভিতরে গিয়ে দেখতে পান ক্যাশ বাক্স ভাঙা এবং ভিতরে থাকা বিকাশ ও ফ্লেক্সিলোডের প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা টাকা চুরি হয়ে গেছে। তবে কারা কৌশলে কিভাবে তালা ভেঙেছে, তা বলতে পারেন না তিনি।”
এসময় তার পাশের দোকানদার রিয়াদ শিকদার জানান,” কয়েকদিন ধরে শিবচরে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এখন নামাজ পড়তে গেলেও চুরি হয়। এক কথায় চোর দোকানদারদের পাহারা দেয়। চোরেরা আগে থেকে মার্কেটে ঘোরাফেরা করে যখন একটু সুযোগ পায়, তখন চুরি করে সব কিছু নিয়ে যায়।”
তবে শেখপুর বাজারে থাকা সিসিটিভি ফুটেজ রেকর্ড থেকে দেখা যায়, ২জন আরোহীসহ একটা মটর সাইকেল এসে তাদের মধ্যে থেকে একজন নেমে সাটার খুলে ভিতরে ঢুকে ক্যাশ বাক্স ভেঙে ভিতরে টাকা নিয়ে দ্রুত মটর সাইকেল যোগে স্থান ত্যাগ করে।
এ ব্যাপারে শিবচর থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন জানান,ঘটনাটি শোনার পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যাদের ব্যবসা তাদের আরও সতর্ক থাকতে হবে। তবুও আমি বিষয়টি দেখছি।”