রাজৈর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের রাজৈরে এক কৃষকের চারটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে এসময় আসবাবপত্র, ধান চাল,পাট, এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার্থীর মূল সনদপত্র, পাসপোর্ট, ল্যাপটপসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।বৈদ্যুতিক সর্টসার্টিকট থেকে আগুনের সুত্রপাত বলে জানান তারা।
সোমবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার ইশিবপুর ইউনিয়নের সোনাপাড়ায় কৃষক তারক শেখেে বাড়িতে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়,গত রাতে আনুমানিক দুইটার দিকে আগুনের সুত্রপাত হয়, মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে। পরে ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেস্টা করে রাত সারে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্ত ততক্ষনে ঘরে থাকা সবকিছু ছাই হয়ে যায়।
ভুক্তভোগী তারক শেখ বলেন, আমার সবকিছু পুড়ে ছাই হয়েছে, আমি এখন নিঃস্ব। এছাড়া তিনি বলেন, রাজৈর ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক গাড়ি এলে হয়তোবা ক্ষতির পরিমাণ কিছু কম হতো।
স্থানীয় শিক্ষক জাফর মাস্টার বলেন, রাজৈর ফায়ার সার্ভিস সঠিক সময়ে এলে এতো ক্ষতি হতো না।এখন ভুক্তভোগীদের সরকার ও এলাকার বিত্তবানদের সহায়তা কামনা করছি।
ক্ষতিগ্রস্ত এইচএসসি পরীক্ষার্থী নাছিমা আক্তার বলেন, আমি একজন পরীক্ষার্থী আমার প্রবেশ পত্র পুড়ে গেছে, আমি এখন কিভাবে পরীক্ষা দেবো?
রাজৈর ফায়ার সার্ভিসের টিম লিডার সালাউদ্দিন লস্কর বলেন, ‘আমাদের ফোন করে সংবাদ দিলে আমারা ইশিবপুর পর্যন্ত যাই,পরে আবার একই ফোন নাম্বার থেকে ফোন করে বলে আগুন নিভে গেছে।’
রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আনিসুজ্জামান বলেন, সাংবাদিকদের মাধ্যমে সংবাদ পেয়েছি, ক্ষতিগ্রস্তদের জন্য কিছু সহায়তা দেবো আমরা।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply