শিবচর করেসপন্ডেন্টঃ
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে শিবচর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে স্থানীয় নুর ই আলম চৌধুরী অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান সভাপতিত্বে শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধ কালীন সাত থানা এরিয়া কমান্ডার ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা।শিবচর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তার।এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং সুধীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।