শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
বুধবার(২ মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় ভোটার দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় হলো, ‘মুজিব বর্ষের অঙ্গীকার,রক্ষা করব ভোটাধিকার’।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল লতিফ মোল্লা।
এসময় শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘ভোটার হওয়া আমাদের অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। আমরা ভোটাধিকার রক্ষার জন্য দায়িত্ব পালন করছি। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন। জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’
এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বি এম আতাউর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন-অর-রশিদ এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরাসহ বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দ।