র্যাব জানান গ্রেফতারকৃত আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।আসামীকে ও উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি শিবচরঃ
মাদারীপুরের শিবচরে ইয়াবাসহ মোঃ আমির হোসেন(২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্প।
সোমবার সন্ধ্যা ৬ টার দিকে দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গিয় ফোর্স শিবচর থানার কুতুবপুর ইউনিয়নের হাচেন মাদবর কান্দি গ্রামের( মোঃ জুয়েল মাদবর, পিতাঃ মৃত আতাহার মাদবর) এর অব্যবহৃত দক্ষিন দূয়ারী টিনের তৈরি ঘরের দক্ষিন পাশে ফাঁকা জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক মোঃ আমির হোসেন ওই এলাকার আঃ করিম বেপারী ছেলে।
রাত ৮ টার দিকে র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, স্কোয়াড্রন লীডার, মোহাম্মদ সাদেকুল ইসলাম এক প্রেস বিঞ্জপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় এসময় তার নিকট থেকে ৯৫ (পঁচানব্বই) পিস কথিত ইয়াবা ট্যাবলেট(যাহার মুল্য অনুমান ২৮,৫০০/-টাকা, মাদক ক্রয় বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি মোবাইল, ০২টি সীমাকার্ড উদ্ধার করা হয়।
এসময় র্যাব জানান গ্রেফতারকৃত আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ মাদারীপুর জেলার শিবচর থানার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে।
আসামীকে উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ মাদারীপুর জেলার শিবচর থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে শিবচর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।