রবিন তাইয়ানীঃ
মাদারীপুরের শিবচরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ আগস্ট) বিকেল ৫ টার দিকে উপজেলার বাশকান্দি ইউনিয়নের গাড়ির হাট সংলগ্ন বিলপদ্মা নদীতে এ নৌকা বাইচটি অনুষ্ঠিত হয়। যা দেখতে নদীর ২ পাড়ের প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে ভিড় করেন লক্ষাধিক দর্শনার্থী। বিভিন্ন সাজে সেজে নেচে গেয়ে আনন্দে মাতেন তারা।
বাশকান্দি ইউনিয়নের যুব সমাজের উদ্যোগে এ নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আনন্দে মেতেছিল এলাকাবাসী। বাইচের নৌকার মাঝি-মাল্লারা নেচে-গেয়ে মাতিয়ে তুলে এলাকা। বিপুল সংখ্যক মানুষ ছোট ছোট নৌকা নিয়ে, কেউ রাস্তায় ও ব্রীজে দাঁড়িয়ে উপভোগ করেন নৌকা বাইচ। বাইচে অংশ নিয়ে এলাকার মানুষদের আনন্দ দিতে পেরে খুশি মাঝি-মাল্লারা।
ছিপা, ঘাশীসহ বিভিন্ন আকৃতির আটটি নৌকা এ বাইচে অংশ নেয়।
রুহুল আমীন নামে একজন দর্শক বলেন, কুতুবপুর এলাকা থেকে আসছি। আমাদের এলাকায় পানি কম হয় তাই নৌকা বাইচ হয়না।তাই এখানে মোটরসাইকেল এসেছি। ছোটবেলায় নৌকা বাইচ দেখতাম, বেশ আনন্দ পেয়েছি। এটা অনেক ঐতিহ্যবাহী নৌকা বাইচ এসেছে । আজ খুব ভালো লাগলো বাইচটি।
এমদাদ হোসেন নামে মাদারীপুর সদর এলাকার এক দর্শক বলেন, প্রতিবছরই যেন এইরকম একটি নৌকা বাইচ হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করবো। এই নৌকা বাইচ যেন সামনে আরও বড় আকারে অনুষ্ঠিত হয় সেটাও তাদের অনুরোধ করবো।পরিবারের সবাইকে নিয়ে বাইচটি উপভোগ করলাম,ভালোই লাগলো।ধন্যবাদ আয়োজক কমিটির সকলকে।
এদিকে, নৌকা বাইচ উপলক্ষে নদীর দুই ধারে বসে গ্রামীণ মেলা। বাঙালির প্রাণের এই উৎসবটি নিয়মিত ভাবে আয়োজনের আশ্বাস দিয়েছে আয়োজক কমিটি।
বাইচ প্রতিযোগিতার প্রধান অতিথি বাশকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বলেন, এবার যেহেতু সল্প পরিসরে বাইচটি হলো,সামনে যাতে আরো বড় পরিসরে বাইচটি হয় তার সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এ প্রতিযোগিতা আরও ভালোভাবে করা যায়, সে প্রচেষ্টা আমাদের থাকবে। আমাদের সরকার সব সময়ই লোকজ সংস্কৃতির পৃষ্ঠ-পোষক।
নৌকা বাইচ আয়োজক কমিটির সদস্য আলমগীর হোসেন তায়ানী বলেন, প্রায় এক লক্ষাধিক লোক এখানে এই নৌকা বাইচ দেখতে এসেছিলো। আমরা চেষ্টা করবো আগামীতে আরও ভালো করার।এবার সল্প পরিসরে আমরা এলাকার লোকজন বাইচটি আয়োজন করেছি।আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আরো বড়ো পরিসরে আয়োজন করবো।আটটি নৌকা আজ বাইচে অংশগ্রহন করেছে।সকলকেই আমরা ছোট একটি করে পুরুস্কার দেওয়ার চেষ্টা করবো।
এবারের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দক্ষিণ বাশকান্দি এলাকার কালাম হাওলাদারের নৌকা।এসময় তাকে একটি ২১ ইঞ্চি এলইডি টেলিভিশন দেওয়া হয়।
Editor In Chief : Md.Rafiqul Islam Raza
Sub-Editor : Abu Saleh Mussa
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply