মাদারীপুর প্রধিনিধিঃ
মাদারীপুর জেলা পরিষদের আয়োজনে আত্ম-কর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত যুবক ও যুব মহিলাদের মাঝে সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলার চারটি উপজেলার ২০২১-২২ অর্থবছরে দারিদ্র নিরসন ও নারী উন্নয়ন প্রকল্পের আওতায় প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন, কম্পিউটার সনদ, ড্রাইভিং সনদ ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী।
জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা লতিফা ইয়াসমিন জানান, তিন মাস মেয়াদী কম্পিউটার, ড্রাইভিং ও সেলাই প্রশিক্ষণে মোট ৫৫০ জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছে। এদের মধ্যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ২০০ জনকে ১ লক্ষ ৪৮ হাজার টাকা এবং ড্রাইভিং প্রশিক্ষণে ২০০ জনকে ২ লক্ষ টাকা ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এছাড়া সেলাই প্রশিক্ষণে ১৫০ জনের মধ্যে আজ ৫০ জনকে সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়। এছাড়া অন্যদের পর্যায়ক্রমে সেলাই মেশিন দেওয়া হবে।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস দেবনাথ সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা পরিষদের মহিউদ্দিন খান নাঈম, মীর মামুনুর রশিদ, রেক্সোনা পারভিন, ইলিয়াস পাশা, সনাক সভাপতি ইয়াকুব খান শিশির জেলা পরিষদের সকল কর্মকতা-কর্মচারী ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীবৃন্দ সহ অনেকেই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য আয়েশা সিদ্দিকা।