শিবচর প্রতিনিধিঃ
মাদারীপুর শিবচর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রামক শনাক্ত হয়েছে।
সোমবার শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের নমুনার এন্টিজেন টেষ্ট করা হয়। এর মধ্যে ৪ জনের করোনা পজিটিভ হয়েছে। এর আগে রবিবার ৮ জনের নমুনা পরীক্ষায় ২ জন, শনিবার ১১ জনের নমুনা পরীক্ষায় ৫ জন ও শুক্রবার ১০ জনের নমুনা পরীক্ষায় ৪ জন করোনা আক্রান্ত হয়েছে। আক্রান্তদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা চলছে।
শিবচর উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শ্বশাঙ্ক চন্দ্র ঘোস বলেল,আমাদের সকলের এখন সরকারী বিধিনিষেধ পালন করা উচিত।এই বিপদ থেকে সকলকে বাচঁতে সচেতনতার বিকল্প নেই।