শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ-
মাদারীপুরের শিবচর পাচ্চর সড়কের নলগোড়া এলাকায় যাত্রীবাহী বাস চাপায় ভ্যানযাত্রী আবদুল মান্নান ফকির (৬৩) মারা গেছেন।
আজ শুক্রবার সন্ধার ৬ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
নিহত আবদুল মান্নান ফকির;উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর গ্রামের মৃত আদম আলী ফকিরের ছেলে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আজ সন্ধার কিছুক্ষণ পূর্বে শিবচর পাচ্চঁর সড়কের নলগোড়া এলাকায় পাচ্চর থেকে আসার যাত্রীবাহী বাস যাহার রেজিঃ বগুড়া জ-১১-০০৩৮ পিছন থেকে একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী আবদুল মান্নান ফকির গুরুতর আহতাবস্থায় রাস্তার পাশে ছিটকে পড়ে যায়।পরে স্থানীয়রা আহত মান্নান ফকিরকে উদ্ধার করে দ্রুত শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে আনার পর কর্তব তাকে মৃত ঘোষনা করেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ্ মিরাজ হোসেন জানান,সন্ধ্যায় নলগোড়া এলাকায় যাত্রীবাহী বাস একটি অটো ভ্যানকে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসের চালক ও বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে পরিবারে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।