প্রতিনিধি শিবচরঃ
মাদারিপুর জেলার শিবচর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
সকাল ১১টায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজিব ঢালীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ মাদবরের সঞ্চালনায়
শিবচর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে কেক কেটে ছাত্রলীগের জন্মদিনের কর্মসূচি উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আঃ লতিফ মোল্লা,আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও শিবচর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আঃ লতিফ মুন্সি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম, পৌর মেয়র ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আওলাদ হোসেন খান,পৌর আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা উপজেলা যুবলীগের সভাপতি ও মাদারিপুর জেলা পরিষদ এর সদস্য ইলিয়াস পাশা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এনায়েত হাওলাদার,সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি রুবেল তালুকদার,সাধারণ সম্পাদক পান্থ কামাল শোভন, সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্র ছাত্রী সংসদের ভিপি আদনান,জিএস তানজিল সরকার,পৌর ছাত্রলীগের সভাপতি হাবিব বেপারি,সাধারণ সম্পাদক সৌরভ রায়,নুরুল আমিন কলেজ ছাত্রলীগের সভাপতি
রোকনুজ্জামান,সাধারণ সম্পাদক বিপ্লব শিকদার,ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম মোল্লা,সাধারণ সম্পাদক রেজোয়ান চৌধুরী সহ বিভিন্ন কলেজ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সকাল ১১টার সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে কেক কেটে আলোচনা সভায় বক্তারা ছাত্রলীগের মুক্তিযুদ্ধে অবদান থেকে শুরু কিরে জাতীয় দূর্যোগ ও দেশের কঠিন মুহুর্তে ছাত্রলীগের অবদান তুলে ধরেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী কাজ করে যাওয়ার ঘোষণা করা হয়। আলোচানা শেষে রংবেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে আনন্দ র্যালীর আয়োজন করা হয়। এসময় শ্লোগানের মাধ্যমে জামায়াত শিবির,বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ করা হয়।