শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ জুলাই) দুপুরে উপজেলার উৎরাইল চৌধুরী বাড়িতে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হত।
শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন , উপজেলা বিএপির সাবেক যুগ্ন আহবায়ক সাজাহান মোল্লা,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম দিপু, উপজেলা মহিলা দলের সাবেক আহবায়ক সুহাদা আক্তার,উপজেলা যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জসিম মৃধা, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান মিলন প্রমূখ।
অনুষ্ঠানে শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী বলেন,আজ আমরা উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঈদ পরবর্তী পুনর্মিলীতে অংশগ্রহণ করেছি।সঠিক নেতৃত্ব বিকাশে ঔক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই।তিনি আরো বলেন,দেশে যেভাবে দ্রব্য মূল্য বৃদ্ধি পেয়েছে তাতে আমাদের সকলের অসুবিধা হচ্ছে। সামনে আমাদের জাতীয় সংসদের নির্বাচন।আমাদের দল যদি নির্বাচনে অংশগ্রহণ করে সেখানে আমি প্রার্থী হব।দল যে সিদ্ধান্ত নিবে তা আমরা সকলে মেনে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু,শিবচর উপজেলা বিএনপি সাবেক যুগ্ন আহবায়ক মোতাহার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম খান, দ্বিতীয়খন্ড ইউনিয়ন বিএনপি সভাপতি. সেলিম মোড়ল, শিবচর পৌর বিএপির সাবেক সভাপতি সাহাদাত হোসেন শফিকসহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৩ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।