শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদকের ২ টি মামলায় আদালত তাকে তিন বছরের কারাদন্ড দিয়েছিল।
বুধবার(১ মার্চ) সন্ধ্যায় উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকা থেকে সন্ধায় শিবচর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর গ্রামের মাদক ব্যবসায়ী কহিনুর মাদবর (৪২) দীর্ঘ দিন ধরেই মাদক ব্যবসায়েরর সাথে জড়িত। তার বিরুদ্ধে শিবচর থানায় মাদক আইনে একাধিক মামলা রয়েছে। মাদারীপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একটি মামলায় তাকে ২ বছর ও আরেকটি মামলায় ১ বছরের কারাদন্ড প্রদান করেন। দুটি মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত হয়ে কহিনুর পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার আলেপুর গ্রামে কহিনুরের বাড়িতে অভিযান পরিচালনা করে এবং
সাজাপ্রাপ্ত কহিনুর মাদবরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কহিনুর আলেপুর গ্রামের মৃত মতি মাদবরের ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গ্রেফতারকৃত আসামী একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। দুটি মামলায় আদালত তাকে ৩ বছরের কারাদন্ডের রায় দিয়েছেন। বৃহস্পতিবার সকালে তাকে মাদারীপুর জেল হাজতে প্রেরন করা হবে।’