শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ১২ ঘন্টা ব্যবধানে মাহমুদা আক্তার (১৪) ও
আসলাম খাঁ (২২) নামে ২ জনে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল সন্ধ্যা থেকে শুক্রবার বেলা ১১ টা পর্যন্ত উপজেলার দ্বিতীয়খন্ড ও উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাহমুদা আক্তার দ্বিতীয়খন্ড ইউনিয়নের সাং-চর কেশবপুর (শিকদার কান্দি) গ্রামের সুলতান শিকদারের মেয়ে। সে কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীতে লেখা পড়া করতো।
অন্যদিকে নিহত আসলাম খাঁ উপজেলার উমেদপুর ইউনিয়নের কাচিকাটা গ্রামে মোঃ ইউসুফ খাঁ এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল বিকাল সাড়ে পাঁচটার দিকে মাহমুদা আক্তার ঘর থেকে বের হয়ে তাদের বাড়ীর পূর্ব পাশে ইটের রাস্তায় যায়।এসময় মাহমুদা রাস্তায় পাশে বসে বমি করে। খবর পেয়ে তার মা রাস্তার পাশে গিয়ে দেখতে পান মাহমুদার নাক দিয়ে ফেনা ও লালা বাহির হচ্ছে এবং মুখ দিয়া দুর্গন্ধ আসতেছে। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। পরে পরিবারের লোকজন ফরিদপুর এর উদ্দেশ্যে রওনা করিলে পথিমধ্যে রাত ১১ টার দিকে মাহমুদার মৃত্যু হয়। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
অন্যদিকে আসলাম খাঁ ঢাকা শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে চাকুরী করে।গত ৫ এপ্রিল সে ঢাকা থেকে বাড়ীতে আসে।
আজ বেলা ১১ টার দিকে পরিবারের লোকজনদের সাথে রাগারাগি করে তার পিতার বসত দোচালা টিনের ঘরে খাটের উপর শুয়ে থাকে।পরে বেলা সাড়ে ১১ টার দিকে আসলামের স্ত্রী রশ্নী বেগম বসতঘরের দরজা ভিতর হইতে লাগানো দেখিয়া তাহার স্বামীকে ডাকাডাকি করে। কোন প্রকার সাড়া শব্দ না পাওয়ায় দরজা ভেঙ্গে ঘরের মধ্যে গিয়ে আসলাম খাঁকে শিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাস দিয়ে ঝুলন্ত অবস্হায় দেখিতে পান।পরে তাে ডাক চিৎকারে উপস্হিত লোকজন এসে তাকে ঝুলন্ত অবস্হা থেকে নিচে নামিয়ে দেখতে পায় মৃত্যু বরণ করেছে। খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল তার মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, “গতকাল থেকে আজ বেলা সাড়ে ১১ টা পর্যন্ত দুই এলাকায় দুইজন আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। থানায় পৃথক অপমৃত্যু মামলা মূলে আইনগত ব্যবস্হা গ্রহন করা হইয়াছে।মৃতদেহ ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।”