প্রতিনিধি শিবচরঃ
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ৩ টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহটি ময়নাতদন্ত করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।এছাড়া পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে”
শিবচরে কেয়া আক্তার নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।
১৬ বছর বয়সী কেয়া উপজেলার উমেদপুর ইউনিয়নের ডিগ্রিচর (নলচিরা) এলাকার মোঃ হারুন মাদবরের মেয়ে ও ভদ্রাসন জি সি একাডেমির ১০ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্রী।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা যায়,সকালে কেয়া তার মায়ের রান্নার কাজে সহযোগিতা করছিলো।এসময় তার মা মরিচ চাইলে মরিচ দিয়ে ঘরে ভিতরে প্রবেশ করে সামনের ও পিছনের দরজা আটকিয়ে ঘরের বারান্দায় চালের কাঠের সাথে কাপড় দিয়ে ফাঁস দেন।কিছুক্ষন পরে তার মা তাকে ডাকাডাকি করলে কোন সাঁড়া শব্দ পান নি।। পরে দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে ঝুলন্ত আবস্থায় দেখতে পান। কাপড় কেটে নামানোর সাথে সাথে মৃত্যু হয়।
নিহতের পিতা হারুন মাদবর অভিযোগ করে বলে,” আমি কেয়ার বান্ধবী দের মাধ্যমে জানতে পারি সে নিজাম নামের একজনের সাথে কথা বলত। সর্বপরি নিজাম তাকে গত গতকাল বিয়ে করবেন না বলে জানিয়ে দেন। আমার মেয়ে নিজামের জন্য আত্মহত্যা করে। আমি নিজামের কঠিন বিচার চাই।”
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিরাজ হোসেন বলেন, খবর পেয়ে দুপুর ৩ টার দিকে মেয়েটির বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।মরদেহটি ময়নাতদন্ত করার জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।এছাড়া পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে”