শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে ট্রাক চাপায় কাবুল বেপারী (৪০) এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে শিবচর উপজেলার পাচ্চর গোল চত্বর এলাকা ঢাকাগামী বাস স্টান্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবুল বেপারী শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের রাজারচর তাহের শিকদারের কান্দি মোছলেম বেপারীর ছেলে। সে রাজধানীতে ফার্নিচার মিস্ত্রি হিসেবে কাজ করতো।
স্থানীয় ও শিবচর হাইওয়ে থানা পুলিশের সুত্র জানায়,সকালে কাবুল বেপারী ঢাকা যাওয়ার উদ্দেশ্য পাঁচ্চর এলাকায় যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে ছিলেন।এসময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী ট্রাক ( বগুড়া -ট-১১-২২৪৩) বেপরোয়া গতিতে যাচ্ছিলেন।এসময় ট্রাকটি সড়কের পাশে দাড়িয়ে থাকা কাবুল বেপারীকে স্বজোরে ধাক্কা মারিলে তিনি গুরুতর আহত হন পরে স্থানীয়রা আহত পথচারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স শিবচরে প্রেরণ করিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে ঘাটক ট্রকটিকে আটক করে শিবচর হাইওয়ে থানার পুলিশ।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান,’পাঁচ্চর যাত্রী ছাউনী সংলগ্ন সড়কে রাস্তা পার হতে গেলে ঢাকাগামী ট্রাকটি তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।পরে তার আত্মীয় স্বজনদের মরদেহ বুজিয়ে দেওয়া হয়েছে। ‘