1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolution24@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্ট্যাডিজ বিভাগে ২য় স্থান অর্জন করেন শিবচরের মিমো সৌদি আরব থেকে দেশে এসে স্ত্রী -সন্তানদের সাথে দেখা করতে শ্বশুর বাড়ি যাওয়ার পথে যুবকের মৃ*ত্যু শিবচরে আলোচিত রাকিব হ*ত্যা মাম*লার দুই আ*সা*মী গ্রে*ফ*তার শিবচরে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হলেন ইদ্রিস ও লাইলুন নাহার শিবচরে ৩ মাসের শিশুকে নদীতে ফেলে হত্যা করলো মা, অভিযুক্ত মা মানসিক ভারসাম্যহীন দাবী শিবচরে মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান ক্যাম্পাসে ভালোবাসায় সিক্ত ‘জুলাই কন্যা’ মাদারীপুরের তন্বী ডাকসু নির্বাচনে শিবচর থেকে প্রার্থী হয়েছেন যারা শিবচর উপজেলা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত ও নতুন কমিটি গঠন যোগদানের ২২ দিনের মাথায় শিবচর থানার ওসি প্রত্যাহার

শিবচরে স্বেচ্ছাসেবক দলের ২২ জন নেতা কর্মীর পদত্যাগ।

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২, ৯.৫০ পিএম
  • ১২৫১ জন সংবাদটি পড়েছেন।

শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

অভ্যন্তরীন কোন্দল আর আহবায়ক ও সদস্য সচিবের স্বেচ্ছাচারিতার অভিযোগে মাদারীপুরের শিবচরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি থেকে ২২ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন।

বুধবার রাত ৯ টার দিকে শিবচর বাজারের ইলিয়াছ আহমেদ চৌধুরী পৌর সুপার মার্কেটের একটি দোকানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই পদত্যাগের ঘোষণা দেওয়া হয়।এতে ৬ জন যুগ্ম আহ্বায়ক ও ১৬ জন সদস্য একযোগে পদত্যাগ করেন।

জানা যায়,গত ১৫ আগষ্ট স্বেচ্ছাসেবক দলের শিবচর উপজেলা কমিটির আহবায়ক কামরুজ্জামান মিলন ও সদস্য সচিব মনজিল রহমান শিহাবের নেতৃত্ব একযোগে উপজেলার ১৮ টি ইউনিয়নের কমিটি ঘোষণা করা হয়।এতে কমিটির অন্যান্ন নেতাদের সাথে কোন আলাপ আলোচনা না করে এ কমিটির ঘোষণা করা হয়।এতে কমিটির নেতা কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।এরই জেরে একযোগে নেতাকর্মীরা পদত্যাগ করেন বলে জানা যায়।

সদ্য পদত্যাগ করা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর বেপারী বলেন,”প্রথমে যখন স্বেচ্ছাসেবক দলের কমিটি করা হয় তখন আমরা তা মেনে নিয়েছি।আওয়ামী লীগ ভাবাপন্ন লোকদের কমিটিতে স্থান দেওয়া হয়।আমরা ২৮ বছর ধরে দল করি।তারা আমাদের পদ থেকে বঞ্চিত করে।তারপরও আমরা দলের স্বার্থে ওদের সাথে কাজ করছি কিন্তু জেলা কমিটি সিধান্ত দিছে ইউনিয়ন কমিটি করার জন্য।আমাদের সিনিয়র বা যুগ্ম আহ্বায়ক যারা আছে তাদের কোন মতামত না নিয়ে কমিটি করছে।বিভিন্ন ইউনিয়নে গোপনে গোপনে গিয়ে পকেট কমিটি করছে।আওয়ামী লীগের ভাবাপন্ন লোক দিয়ে প্লাস বিদেশে থাকে তাদের দিয়ে কমিটি করছে।এছাড়া নারী নির্যাতন মামলার আসামী দিয়েও কমিটি করছে।এসব কারনে আমরা এই কমিটি থেকে পদত্যাগ করলাম।

তাহলে কি আপনারা আর বিএনপি করবেন না এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,আমরা বিএনপি করবো তবে এই কমিটিতে থাকবো না।

পদত্যাগকারী আরের যুগ্ম আহ্বায়ক মোঃ মহিউদ্দিন খান অভিযোগ করে বলেন, গত ১১ সেপ্টেম্বর ২০২১ সালে আমাদের শিবচর থানায় স্বেচ্ছাসেবক দলের একটি আহবায়ক কমিটি দেওয়া হয়।আমরা কমিটির পাওয়ার পরে দলকে শক্তিশালী করার জন্য বিভিন্ন ইউনিয়নের সবাই একত্রিত হয়ে কার্যক্রম শুরু করি।কার্যক্রম চলাকালীন যেটা পরিলক্ষিত হইছে সেটা হচ্ছে আমাদের আহবায়ক ও সদস্য সচিব বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের অবমূল্যায়ন করেন।আমাদরর যুগ্ম আহ্বায়ক বা যে যেই পদে আছে সেই পদ অনুযাই যার যে সম্মান পাওয়ার কথা তা আমরা পাইনি।তাছাড়া গত ১৫ আগষ্ট তারা ১৮ টি ইউনিয়নের কমিটির অনুমোদন করছে।আমার প্রশ্ন হচ্ছে একমাত্র জ্বীন ছাড়া একই দিন ১৮ ইউনিয়নের কমিটি করে কিভাবে?এতে সুনির্দিষ্টভাবে প্রমান হচ্ছে এটা পকেট কমিটি এবং এই কমিটিতে যারা আসছে তাদের ভাবাপন্ন।এবং এর ভিতরে বিভিন্ন বিতর্কিত লোক আছে।নৈতিক অবক্ষয় জনিত কারনে মামলার আসামী আছে যেটা আমাদের জাতীয়তাবাদী আদর্শের মধ্যে পড়ে না।তাই আমরা বিএনপি থেকে না,এই কমিটি থেকে পদত্যাগ করছি।

এ বিষয়ে মাদারীপুর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. মাসুদ পারভেজ বলেন,আমরা জেলা নেতৃবৃন্দ এখনো কোন পদত্যাগের কাগজ পত্র পাইনি।যদি কোন কাগজপত্র আমাদের কাছে আসে তাহলে পরবর্তীতে আমরা আপনাদের কিছু জানার থাকলে তখন আপনাদের ( সাংবাদিকদের) বলবো।

মাদারীপুর জেলা জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সচিব জাহান্দার আলী জাহান বলেন,”কে কে পদত্যাগ করছে আমি জানিনা।এখনো আমরা লিখিত কোন পদত্যাগ পত্র পাইনি।আমি জেলার দায়িত্বে যারা আছে তাদের সাথে বিষয়টি আলোচনা করে জানাবো।”

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহ জামান মোল্লা, ঠান্ডু আকন,শহিদুল ইসলাম, রাশেদুজ্জামান রাসেদ, ওয়াহিদুজ্জামান সুমন মাদবরসহ অন্যান্নরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2022
Don`t copy text!