নিজস্ব প্রতিবেদকঃ
শিবচর থানার ওসি মিরাজ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রত্যেক এলাকায় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন ছাত্র-ছাত্রীদেরকে দায়িত্ব নেওয়ার আহবান জানান। তিনি বলেন তোমরা আগামীর দিনের জাতির ভবিষ্যৎ। কাজেই তোমরা ভালো করে পড়াশুনা করবে। সমাজের খারাপ কাজগুলো বর্জন করে দেশকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার আহবান জানান।
শিবচরে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করেছে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।
শনিবার (০৬ নভেম্বর) সকালে উপজেলার পাঁচ্চর ইউনিয়নের মোহাম্মদ শহীদ হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পুলিশের সকল সেবা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
শিবচর থানা সূত্রে জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ, ইভটিজিং, জাতীয় জরুরি সেবা নিতে ৯৯৯ নম্বরের ব্যবহারসহ পুলিশের সকল সেবা নিয়ে বিদ্যালয়টির ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন ওসি মিরাজ হোসেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রতিটি ক্লাসে গিয়ে তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন। তাদের বিভিন্ন সেবাসহ ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সোচ্চার হতে আহ্বান জানান। পুলিশি সেবা নিতে উদ্বুদ্ধ করেন।
এ সময় শিবচর থানার ওসি মিরাজ হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, উপজেলার প্রত্যেক এলাকায় মাদক নির্মূলে সামাজিক আন্দোলন ছাত্র-ছাত্রীদেরকে দায়িত্ব নেওয়ার আহবান জানান। তিনি বলেন তোমরা আগামীর দিনের জাতির ভবিষ্যৎ। কাজেই তোমরা ভালো করে পড়াশুনা করবে। সমাজের খারাপ কাজগুলো বর্জন করে দেশকে এগিয়ে যাওয়ার জন্য নিজেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে গড়ে তোলার আহবান জানান।