শিবচর(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে বেসরকারি হাসপাতাল ‘রোকেয়া মেমোরিয়াল হসপিটাল’এর তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার(১ জানুয়ারি) সন্ধ্যায় পৌর এলাকার প্রধান সড়কে অবস্থিত রোকেয়া মেমোরিয়াল হসপিটালে এর বর্ষপূর্তি উদযাপন করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিবচরের পৌর এলাকায় অবস্থিত এই বেসরকারি হাসপাতালটি তিন বছর ধরে সুনামের সাথে চিকিৎসাসেবা দিয়ে আসছে। তৃণমূলের আধুনিক চিকিৎসা সেবা দিতে হসপিটালটি সুনামের সাথে পরিচালিত হচ্ছে। তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে টানা তিনদিন হাসপাতালে রোগীদের সকল টেস্টে বিশেষ ছাড় দেয়া হচ্ছে। এছাড়াও সাধারণ রোগীদের জন্য আউটডোর রোগীদের বিনামূল্যে টানা তিনদিন রোগী দেখা হবে বলে জানা গেছে।
সন্ধ্যায় কেকে কেটে হসপিটালটির তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। বহেরাতলা উত্তর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন হায়দার এর সভাপতিত্বে এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান, পৌর মেয়র আওলাদ হোসেন খান,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মিরাজ হোসেন,প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বুলবুল আহমেদ,উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।