শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
মাদারীপুর শিবচরে দেশের শীর্ষ জাতীয় দৈনিক’ যায়যায়দিন’ পত্রিকার ১৮তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ জুন) বিকেলে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিজয় টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি আবুল খায়ের খানের সঞ্চালনায় ও যায়যায়দিন পত্রিকার শিবচর প্রতিনিধি এস.এম. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিজিয়া বেগম মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল আশরাফ, শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, মুন্সী কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিয়া মোহাম্মদ আলাউদ্দিন, খানকান্দি সৈয়দ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী ফকির, সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম, নারকেল বাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহ আলম,শিবচর রিপোর্টস ইউনিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রাজা, বিএমএসএফ রাজৈর শাখার সভাপতি ফেরদৌস, মাদবরের চর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: খোকা মাদবর।
এসময় উপস্থিত ছিলেন, শিবচর উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদ হোসেন মোল্লা, উৎরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশ্রাফুল ইসলাম, বিএমএসএফ শিবচর শাখার সভাপতি অপূর্ব জয়, বিএমএসএফ শিবচর শাখার সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, বিএমএসএফ রাজৈর শাখারা যুগ্ম সম্পাদক সোহেল শিকদার, এশিয়ান টিভি শিবচর প্রতিনিধি রুবেল মোড়ল, সাংবাদিক আবু বকর সিদ্দিক, সাংবাদিক আনোয়ার হোসেন, দৈনিক নয়াদিগন্তের শিবচর প্রতিনিধি, রোমান জমাদ্দার, দৈনিক সকালের সময়ের শিবচর প্রতিনিধি নাজমুল হোসেন লাভলু, দৈনিক মানবজমিনের শিবচর প্রতিনিধি বিএম হায়দার আলী, কবি আব্দুল আজিজ, কবি এম এ শিকদার, কবি মুকুল হোসেনসহ বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দ।