1. rafiqulislamnews7@gmail.com : Rafiqul Islam : Rafiqul Islam
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদা ভাই) এর ৩৩ তম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহ‌ফিল ডাসারে অর্থের বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস করে প্রধান শিক্ষক নিয়োগের অভিযোগ শিবচরের সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মাহাতাব উদ্দিন বদলী শিবচরে দিনমজুর ও অসহায় মানুষের মাঝে ছাতা,গ্লুকোজ, স্যালাইন ও পানির পট বিতরণ মাদারীপুর সদরে শাজাহান খানের ছেলে আসিব খান এবং রাজৈরে মোহসীন মিয়া উপজেলা চেয়ারম্যান নির্বাচিত মাদারীপুর বজ্রপাতে মিষ্টির দোকানের কর্মচারি নিহত, আহত এক দুইটি পদে নিয়োগ দিবে শিবচরের শহীদ হোসেন উচ্চ বিদ্যালয় শিবচরে বিনামূল্যে দাঁতের চিকিৎসা পেলো ৫০০ রোগী শিবচরে তীব্র গরমে পথচারীদের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ করলো ‘দেশ’ শিবচরে ইসলামী আন্দোলনের উদ্যোগে তৃষ্ণার্ত পথচারীদের মাঝে শরবত বিতরন

শিবচরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ,স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টা

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৭.১৩ পিএম
  • ৩৮৬ জন সংবাদটি পড়েছেন।

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

শিবচরে ভুল চিকিৎসায় পলি আক্তার (৩০) নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

সোমবার (৮ জানুয়ারী) দুপুর ১ টার দিকে শিবচর পৌরসভার ৭১ সড়কের মা ও শিশু (প্রা:) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশন করা হয়। এসময় অতিরিক্ত রক্ত ক্ষরন শুরু হলে রাত ৮ টার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত পলি শিবচর পৌরসভার ৯ নং ওয়ার্ডের খানকান্দি এলাকার লিটন শেখের স্ত্রী ও উপজেলার উমেদপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের খবির মোল্লার মেয়ে।

নিহতের পরিবার সুত্রে জানা যায়,গতকাল সকাল ৯ টার দিকে পলিকে সিজারিয়ান অপারেশনের জন্য শিবচর পৌরবাজারের একাত্তর সড়কের মা ও শিশু (প্রা:) হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে আনা হয়।সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ পলিকে ভর্তি করে রোগীর স্বজনদের ৫-৬ ব্যাগ রক্ত ও প্রয়োজনীয় ওষুধ ব্যবস্থা করতে বলে।কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রক্ত ও ঔষধ ব্যবস্থা করেন তারা।দুপুর ১ টার দিকে রোগীকে সিজারের জন্য অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।সেখানে ডাক্তার ফাহমিদুল হাসান তনু নামে একজন চিকিৎসক সিজারিয়ান অপারেশন করেন।সেখানে একটি ছেলে সন্তানের প্রসব করেন পলি।তবে অপারেশনের পরই প্রচুর রক্তক্ষরন শুরু হয়।পরে কর্তৃপক্ষ রক্ত বন্ধ করার চেষ্টা চালিয়ে যান। সন্ধ্যা পর্যন্ত ৫ ব্যাগ রক্ত রোগীকে শরিরে দেওয়া হয়।তাতে কোন কাজ না হওয়ায় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করে।পরে সেখানে নেওয়ার পথে রাত ৮ টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে রাত ১১ টার দিকে শিবচরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে ওই হাসপাতালের সামনে ও ভিতরে ববিক্ষোভ করেছেন স্বজনরা।পরে স্থানীয়দের বিচারের আশ্বাসে তারা ফিরে যান।

নিহতের শ্বাশুড়ি সাহেদা বেগম বলেন,আমার বৌমাকে তারা মেরে ফেলছে।কেন আগে বললোনা রোগীর অবস্থা খারাপ।আমার বউ বিএ পাশ।আল্লাহ আমাকে ফুটফুটে একটি নাতী দিয়েছেন। আমি ওদের বিচার চাই।ঘটনার তদন্ত করে এর বিচার চাই।

নিহতের ননদ শিউলি বলেন, আমার ভাইয়ের স্ত্রীকে সকালে হাসপাতালে আনি।তারা ১০ হাজার টাকা আমাদের সাথে সিজার করা বাবদ চুক্তি করেন।সিজারের পরে তারা বলে আমাদের কষ্ট বেশি হয়েছে আরো ৫ হাজার টাকা দাবী করে।তখন আমরা বলছি রোগী সুস্থ হোক আমরা দিবো।তবে রোগীর যে অবস্থা খারাপ তারা এগুলো বলেনা।আমরা জিজ্ঞেস করি রোগী বেডে আনেন না কেন? ওরা বলে রোগী ভলো আছে।টেনশন কইরেন না।রক্ত ম্যানেজ করতে বলে তাও করছি।রক্ত ক্রশম্যাচিং করার জন্যও অনেক টাকা নিছে তাও দিছি।রাতে বলে রোগীর অবস্থা ভালো না,তাকে আপনারা ঢাকা নিয়ে যান।তখন দেখি আমার ভাবীর জ্ঞান ফেরেনি।পরে আমরা ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমরা এদের বিচার চাই।

এবিষয়ে জানতে পলির স্বামীকে ফোন দিলে তিনি রিসিভ করেন নি।

নাম প্রকাশ না করার শর্তে নিহতের আত্মীয়দের একজন বলেন,’সকালে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের বাড়িতে যান।পরে সেখানে তাদের সাথে বিভিন্ন বিষয় আলোচনা হয়।নিহতের পরিবার থেকে মনে হয়না থানা বা প্রশাসনের কাছে কোন অভিযোগ দিবে।’

এবিষয়ে জানতে ডাক্তার ফাহমিদুল হাসান তনুকে ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেনি।

হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক শারমিন আক্তার বলেন,কেন যে এমন হলো আমরা বলতে পারবো না।এই ডাক্তারতো আমাদের এখানে কলিং এ আসে।তার বাড়ি ফরিদপুর।নিয়মিত সিজার করেন।এসময় তিনি সাংবাদিকদের রিপোর্ট না করারও অনুরোধ করেন।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত গোলদার মঙ্গলবার বিকেলে বলেন,বিষয় আমি জানতে পেরেছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি।অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2022
Don`t copy text!