শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুর জেলার শিবচরে বেসরকারি সংস্থা ভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) এর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষার জন্য জনসচেতনতার পাশাপাশি উপজেলার বিভিন্ন স্থানের সাধারণ মানুষের মাঝে এ মাস্ক বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক নাহিদ হাসান জানান,’ জাতীয় সংসদের চিফ হুইপ নূর ই আলম চৌধুরী এমপির নির্দেশনায় পৌর এলাকাসহ বিভিন্ন সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষের মাঝে ৩ হাজার মাস্ক বিতরণ করা হয়।
এ সময় শিবচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সংগঠনের সভাপতি মাহাতিম সাকিবসহ অন্যরা উপস্থিত ছিলেন।