শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:
গত কয়েকদিন ধরে তীব্র তাপদাহে পুড়ছে মাদারীপুরসহ গোটা দেশ। দেখা নেই বৃষ্টির। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে এ জনপদের লোকজন। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।আর প্রশান্তির বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায় করেছেন জেলার শিবচর উপজেলার মুসল্লীরা।
সোমবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুর হাজী শরিয়ত উল্লাহর আস্তানায় এলাকার প্রতিষ্ঠিত বাহাদুরপুর কওমীও মাদ্রাসার মাঠে এ ইস্তিসকার নামাজ অনুষ্ঠিত হয়।
মাদ্রাসার শিক্ষক মুফতি নজরুল ইসলামের ইমামতি নামাজে অংশগ্রহণ করেন বাহাদুর পুরের বর্তমান পীর আবদুল্লাহ মোহাম্মদ হাসানসহ প্রায় পাঁচ শতাধিক মুসল্লী। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।