নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচরে তরুনদের স্বেচ্ছাসেবী সংগঠন “মানবিক আমরা” পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগষ্ট)তারা শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের উওর বাঁশকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছলেনামা সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিজাচর সরকারী প্রাথমিক বিদ্যালয় চরসুম্ভুক সঃ প্রাঃ বিঃসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় অর্ধশত বৃক্ষরোপণ করেন তারা।
সংগঠনের সদস্য ইমরান জানান “বাংলাদেশ প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত পরিমাণে গাছ নেই ,সেই চিন্তা ধারা থেকে আমরা গাছ লাগানোর কথা ভেভেছি”
তিনি আরো জানান” তাদের বৃক্ষরোপণ কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিয়েই সংগঠনটি কাজ করছে”
সংগঠনের আরেক সদস্য কামরুল হাসান জানান বৃক্ষরোপণ এর পাশাপাশি তারা বিনামূল্যে রক্তদান, অসহায়দের সহায়তা, পথ শিশুদের খাদ্য প্রদান সহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।